নেত্রকোণায় লরিচাপায় নিহত, ২
রানা সরকার, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় বালুবোঝাই লরির (ট্রাক্টরচালিত ট্রাক, স্থানীয়ভাবে লরি হিসেবে পরিচিত) চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নেত্রকোণা সদরের মৌজেবালি এলাকার ওই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, শিবপ্রসাদপুরের সেলিম মিয়া (২৮) ও মৌজেবালির কৃষক এমদাদুল হক (৩০)।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম দৈনিক জার্নাল বাংলাকে বলেন, বালুবোঝাই একটি লরি নেত্রকোণা শহর থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়।
ভ্যানটি মুরগি নিয়ে লক্ষ্মীগঞ্জ থেকে নেত্রকোণা শহরে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, ভ্যান চাপা দেওয়ার পর লরিটি রাস্তার পাশের একটি চায়ের দোকানে কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক সেলিম মিয়া এবং চায়ের দোকানে কৃষক এমদাদুল মারা যান।
আহতদের মধ্যে একজনকে নেত্রকোণা সদর হাসপাতালে এবং দুইজনকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
- দৈনিক জার্নাল বাংলা/অর্ণব/রানা