পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল জব্দ
নিজেস্ব প্রতিবেদক
ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ এবং ট্রাকটি আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে এ ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।
বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকে মাদক আসছে। এমন গোপন খবরে স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে ডাব্লিউডি এ-৬৬০৩ ভারতীয় ট্রাকটি আটক করা হয়।
পরে ট্রাকটি কাস্টম হাউজে এনে তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।